নেত্রকোনায় আম গাছের নিচে থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামে আম গাছের নিচে থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

 

নেত্রকোনায় আম গাছের নিচে থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে আম গাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই কিশোরের নাম লোকমান সরকার রিদয় (২০)। সে ওই এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে। রিদয় এলাকার মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করতো সে থেকেই মাদক সেবন করতো।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সে ঘরেই ছিল। কিন্তু পরদিন বুধবার সকালে বাড়ির পাশেই একটি আম গাছের নিচে গলায় রশি পেছানো অবস্থায় রিদয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরিবারের ধারণা মাদক সেবন করার কারণেই কিশোর রিদয় এ ঘটনা ঘটিয়েছে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, ওই কিশোর নেশার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন:

Leave a Comment