ক্ষতিকারক ও নিষিদ্ধ কিটনাশক বিহীন চাষাবাদে উদ্বুদ্ধ করতে নেত্রকোনার প্রত্যন্ত গ্রামের কৃষকদের নিয়ে ‘কৃষি প্রতিবেশবিদ্যা চর্চা’ বিষয়ক গ্রাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনায় ‘কৃষি প্রতিবেশবিদ্যা চর্চা বিষয়ক গ্রাম সমাবেশ
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার বড় কাইলাটি গ্রামের কৃষক এনামুল হকের বাড়িতে সমাবেশের আয়োজন করে কৃষি গবেষণা বিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’। কৃষি নিয়ে গ্রাম সমাবেশে স্থানীয় কৃষক-শিক্ষার্থীসহ কৃষক-কৃষাণী অংশ নেন।

কৃষিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা ও পরিবেশবান্ধব কৃষি উৎপাদনে করণীয় বিষয়ে আলোচনায় বারসিরকের সমন্বয়কারী মো. অহিদুর রহমানের সভাপতিত্বে শিক্ষক প্রতিনিধি নাজমুল কবীর সরকার, কৃষক এনামুল হক, সেভ দ্য এনিমেল অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল, সামজিক সংগঠনের প্রতিনিধি রোদসী চক্রবর্তী, সবুজ সংহতির মির্জা হৃদয় সাগরসহ পরিবেশকর্মীরা কৃষকদের মাঝে পরিবেশ এবং কৃষি চাষ নিয়ে নানা নিয়ম তুলে ধরেন।

আলোচনায় পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ সম্মত চাষাবাদ পদ্ধতির বিষয়ে বেশি করে প্রচার প্রচারণার উপর জোর দেওয়া হয়।
আরও পড়ুন: