নেত্রকোনায় জাতীয় নাগরিক কমিটি এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নেত্রকোনা রাইজিং’ শিরোনামে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের এ সভা হয়।
নেত্রকোনায় জাতীয় নাগরিক কমিটি এর মতবিনিময় সভা
শুক্রবার (২৯ নভেম্বর) জেলা সদরের পৌরসভা অডিটোরিয়ামে অনু্ষ্ঠিত এ সভায় জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেত্রকোনা থেকে বিভিন্নভাবে অংশগ্রহণকারী ছাত্র-জনতা অংশ নেন। তারা আন্দোলন চলাকালীন সময়ের বিভিন্ন অভিজ্ঞতা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার কথা ব্যাক্ত করেন।

সংগঠনটির জেলা সংগঠক ফাহিম খান পাঠানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য অলিক ম্রি, সাবেক আইজিপির উপদেষ্টা কৃষিবিদ তৌফিকুর রহমান, এডভোকেট মোজাম্মেল ফকির, আদিবাসী নেতা সুরঞ্জন হাজংসহ নেত্রকোণার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্র-জনতা ও সুশীল নাগরিকরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দেশের বিরুদ্ধে সবষড়যন্ত্র রুখতে ও সুন্দর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: