নেত্রকোণা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

আমাদের আজকের আলোচনার বিষয় নেত্রকোণা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ, নেত্রকোণা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ।

নেত্রকোণা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

নেত্রকোণা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা। উপজেলার সংখ্যানুসারে নেত্রকোণা বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এখানে রয়েছে পাহাড়ি জলপ্রপাত, চীনা মাটির পাহাড়, নদী, খাল, বিল। নেত্রকোণা জেলা ১০টি উপজেলা, ১১টি থানা, ৫টি পৌরসভা, ৮৬টি ইউনিয়ন, ১৯৬৭টি মৌজা, ২২৯৯টি গ্রাম ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এই জেলার উত্তরে উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা।

 

নেত্রকোণা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
ডিঙ্গাপোতা হাওর – নেত্রকোণা জেলা

 

নেত্রকোণা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:-

ক্রমিক নং

নাম

হইতে

পর্যন্ত

 

জনাব মোঃ আব্দুল কাদির খান

১৯৮৫

১৯৯০

মো: মোস্তাফিজুর রহমান খান (রেজভী)

১৯৯০

১৯৯১

জনাব খায়রুল কবীর খোকন       ২৩.০২.২০০৯        ০১.০৪.২০১৪
জনাব মোঃ মানিক আজাদ       ০২.০৪.২০১৪        ০৮.০৪.২০১৯

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নেত্রকোণা জেলার ইতিহাস

খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে এ অঞ্চল গুপ্ত সম্রাটগণের অধীন ছিল। বিভিন্ন সূত্রে জানা যায়, গুপ্তযুগে সমুদ্রগুপ্তের অধীনস্থ এ অঞ্চলসহ পশ্চিম ময়মনসিংহ কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। ৬২৯ খ্রিষ্টাব্দে হিন্দুরাজ শশাংকের আমন্ত্রণে চৈনিক পরিব্রাজক হিউ এন সাঙ যখন কামরূপ অঞ্চলে আসেন, তখন পর্যন্ত নারায়ণ বংশীয় ব্রাহ্মণ কুমার ভাস্কর বর্মণ কর্তৃক কামরূপ রাজ্য পরিচালিত ছিল।

খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে পূর্ব ময়মনসিংহের উত্তরাংশে পাহার মুল্লুকে বৈশ্য গারো ও দুর্গা গারো তাদের মনগড়া রাজত্ব পরিচালনা করতো। ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে জনৈক মুসলিম শাসক পূর্ব ময়মনসিংহ অঞ্চল আক্রমণ করে অল্প কিছুদিনের জন্য মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

চতুর্দশ শতাব্দীতে জিতারা নামক একজন সন্ন্যাসী কামরূপের তৎকালীন রাজধানী ভাটী অঞ্চল আক্রমণ ও দখল করেন। সে সময় পর্যন্তও মুসলিম শাসক ও অধিবাসী স্থায়ীভাবে অত্রাঞ্চলে অবস্থান ও শাসন করতে পারেনি। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে (১৪৯৩-১৫১৯) সমগ্র ময়মনসিংহ অঞ্চল মুসলিম রাজত্বের অন্তর্ভুক্ত হয়।

 

নেত্রকোণা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
উপজাতীয় কালচারাল একাডেমী – নেত্রকোণা জেলাউপজাতীয় কালচারাল একাডেমী – নেত্রকোণা জেলা

 

১ thought on “নেত্রকোণা জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ”

Leave a Comment