নেত্রকোণা জেলার কৃষি

আমাদের আজকের আলোচনার বিষয় নেত্রকোণা জেলার কৃষি, নেত্রকোণা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ।

নেত্রকোণা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

নেত্রকোণা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা। উপজেলার সংখ্যানুসারে নেত্রকোণা বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এখানে রয়েছে পাহাড়ি জলপ্রপাত, চীনা মাটির পাহাড়, নদী, খাল, বিল। নেত্রকোণা জেলা ১০টি উপজেলা, ১১টি থানা, ৫টি পৌরসভা, ৮৬টি ইউনিয়ন, ১৯৬৭টি মৌজা, ২২৯৯টি গ্রাম ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এই জেলার উত্তরে উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা।

 

নেত্রকোণা জেলার কৃষি
রোয়াইলবাড়ি দূর্গ – নেত্রকোণা জেলা

 

নেত্রকোণা জেলার কৃষি:-

নেত্রকোণা জেলার কৃষি অর্জনসমূহ

৪,২২,০৮৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরন সহায়তা কার্ড বিতরন।

মাত্র ১০/- টাকায় ২,৯১,০৩৩ টি কৃষক ব্যাংক একাউন্ট  খোলা।

কৃষি পূর্নবাসন/ প্রনোদনা কর্মসুচীর অধীন বিনা মূল্যে বীজ ও সার বাবদ ১৩৬০২৩ জন কৃষককে ২০৮৪৮৪০০০/- টাকার সহায়তা  প্রদান।

সেচ কাজে ব্যবহৃত ডিজেলে ২,৮৯,৮৪৪ জন কৃষককে ২৪,০১,৭৮,০০০/- টাকা নগদ প্রদান।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

খামার যান্ত্রিকীকরণে ৩০% , ৫০% ও ৭০% উন্নয়ন সহায়তা মূল্যে ট্রাক্টর, পাওয়ার টিলার, হ্যান্ড স্প্রেয়ার, রিপারসহ প্রায় মোট ৩৭৭০টি কৃষি যন্ত্রপাতি বিতরণ।

হাওরভুক্ত উপজেলাসমূহে দ্রুত শস্য রোপন, কর্তন ও আহরন করে সর্বোচ্চ ফসল উৎপাদন নিশ্চিত করার নিমিত্তে ০৭ টি রাইস ট্রান্সপ্লান্টার ও ২২টি রিপার (প্রনোদনা যন্ত্র) বিনামূল্যে কৃষকগ্রুপের মাঝে বিতরন।

হাওর এলাকায় গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টি।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) স্থাপন (৫একর জমির উপর)।

 

নেত্রকোণা জেলার কৃষি
ডিঙ্গাপোতা হাওর – নেত্রকোণা জেলা

 

৩৮ টি ইউনিয়ন কমপ্লেক্সে কৃষি পরামর্শ কেন্দ্র স্থাপন।

১১৭৮ টি (আইপিএম/আইসিএম/আইএফ এমসি/আইএএনএফপি) ক্লাব স্থাপন।

১০ টি ক্লাবে কৃষি তথ্য সেবা কেন্দ্র স্থাপন।

মান সম্মত ফসলের বীজ ব্যবহার বৃদ্ধি ৯৪৮৬ মে.টন (৮০%বেশী)।

বিভিন্ন প্রযুক্তির ওপর ১০৪০২০ জন কৃষক/কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান।

বিনামূল্যে ৫২২০০ টি ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ।

রাজস্ব খাতের আওতায় বিভিন্ন ফসলের উপর ৩২৫৪ টি প্রদর্শনীর বিপরীতে ৭৭,৬৩,৪০২/- টাকার সহায়তা প্রদান।

১ thought on “নেত্রকোণা জেলার কৃষি”

Leave a Comment