আমাদের আজকের আলোচনার বিষয় নেত্রকোণা জেলার ক্রীড়াঙ্গন, নেত্রকোণা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ।
নেত্রকোণা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
নেত্রকোণা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা। উপজেলার সংখ্যানুসারে নেত্রকোণা বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এখানে রয়েছে পাহাড়ি জলপ্রপাত, চীনা মাটির পাহাড়, নদী, খাল, বিল। নেত্রকোণা জেলা ১০টি উপজেলা, ১১টি থানা, ৫টি পৌরসভা, ৮৬টি ইউনিয়ন, ১৯৬৭টি মৌজা, ২২৯৯টি গ্রাম ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এই জেলার উত্তরে উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা।

নেত্রকোণা জেলার ক্রীড়াঙ্গন:-
নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থা নেত্রকোণার খেলাধুলার উন্নয়নে জন্মলগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বছরব্যাপী নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের খেলাধূলার প্রতিযোগিতার আয়োজন করা এবং নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলন করানোর মধ্য দিয়ে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এ জেলার ক্রীড়া উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে জেলা প্রশাসক মহোদয়ের সু্যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানের কলেবর এবং মান দুটোই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বয়স ভিত্তিক ফুটবল এবং ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি এথলেটিক্স এর প্রসারেও নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থা সমানভাবে কাজ করে যাচ্ছে।
নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক খেলাধুলা ও অংশ গ্রহণের বিবরণঃ
১। ক্রীকেট কার্নিভাল/২০১২
২। অলিম্পিক ডে উদ্যাপন/ ২০১২
৩। ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল খেলা/২০১২
৪। ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ ও ব্যবস্থাপনা।

৫। ৩য় জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপতে অংশ গ্রহণ ও ব্যবস্থাপনা।
৬। জাতীয় অনুর্ধ ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট দলের খেলায় অংশ গ্রহণ।
৭। আন্তঃ উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ব্যবস্থাপনা ২০১২-১৩
৮। অনুর্ধ ১৪ বয়স ভিত্তিক ক্রিকেট দলের অংশ গ্রহণ।

৯। অনুর্ধ ১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০১২- ১৩
১০। ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১২-১৩
১১। ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০১২-১৩
১২। ৮ম বাংলাদেশ অলিম্পিক গেইমসে অংশ গ্রহণ।
১৩। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহণ।

১ thought on “নেত্রকোণা জেলার ক্রীড়াঙ্গন”