নেত্রকোনায় মদ ও গাঁজা সহ ৪ মাদক কারবারি আটক

নেত্রকোনায় মদ ও গাঁজা – নেত্রকোনায় পৃথক অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ ও সাড়ে চার কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নেত্রকোনায় মদ ও গাঁজা সহ ৪ মাদক কারবারি আটক

এর আগে সোমবার রাতে জেলা সদরের দুর্গাশ্রম গ্রামে ও মঙ্গলবার সকালে দুর্গাপুর উপজেলার শিমুলতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জেলা সদরের দুর্গাশ্রম গ্রামের মো. কামরুল ইসলাম (৪৭), একই গ্রামের রুমা আক্তার (৩০), ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নয়ন কান্দি গ্রামের শাজাহান মিয়া (৩৫) ও আব্দুল কুদ্দুস (২৬)।

 

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সোমবার রাতে জেলা সদরের দুর্গাশ্রম গ্রামে সার্জেন্ট মো. মোস্তফার নেতৃত্বে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাড়ে ৪ কেজি গাঁজাসহ কামরুল ইসলাম ও রুমা আক্তারকে আটক করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এদিকে মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে দুর্গাপুর সেনা ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে সেনাবাহিনী। এ সময় একটি পিকআপ সন্দেহজনকভাবে দ্রুত গতিতে চেকপোস্টটি অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কিছু দূরে সামনে সেনাবাহিনীর শিমুলতলী চেকপোস্টে তাদেরকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি করে ২৮ বোতল ভারতীয় মদ পাওয়ার পর শাজাহান মিয়া ও আব্দুল কুদ্দুসকে আটক করা হয়। সেই সঙ্গে পিকআপটি জব্দ করা হয়। পরে তাদের দুার্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন:

Leave a Comment