নেত্রকোনায় গৃহবধূ হত্যা মামলায় পুলিশের এএসআই গ্রেপ্তার এর খবর দিয়ে শুরু করছি নেত্রকোনা জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

নেত্রকোনায় গৃহবধূ হত্যা মামলায় পুলিশের এএসআই গ্রেপ্তার | সারা সপ্তাহের খবর
নেত্রকোনায় গৃহবধূ হত্যা মামলায় পুলিশের এএসআই গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় গৃহবধূ ঝর্ণা আক্তার (৩৭) হত্যা মামলার আসামি ফিরোজ খানকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে টাঙ্গাইল শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে র্যাব ময়মনসিংহ-১৪ অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চোরাকারবারীদের হামলায় আহত বিজিবি সদস্যের গুলিতে একজন নিহত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারমারী সীমান্তে চোরাকারবারীদের হামলার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো. আমিনুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মো. জায়েদুল ইসলাম (৩৮) নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পাচারকারীদের হামলায় মো. মিনহাজ উদ্দিন নামে বিজিবির একজন হাবিলদার আহত হয়েছেন।
মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবি
নেত্রকোনার মহাদেও নদ থেকে থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে ‘বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী সংগঠনসমূহের ঐক্য পরিষদ’ (ইউসিজিএম)। একই সঙ্গে টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে সংরক্ষিত বন ঘোষণার বিরুদ্ধে উচ্চ আদালতের রিট পিটিশন দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।

নেত্রকোনায় শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি
নেত্রকোনার খালিয়াজুরী ও মদন উপজেলার কয়েকটি এলাকায় রোববার (২ এপ্রিল) বিকেলে ভারি শিলাবৃষ্টিসহ ঝড় হয়েছে। এতে আগাম জাতের বোরো ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বিকেল ৩টার দিকে হঠাৎ শিলাবৃষ্টিসহ ঝড় শুরু হয়। প্রায় ছয় মিনিটের শিলাবৃষ্টিতে খালিয়াজুরী সদর, কৃষ্ণপুর ও মেন্দিপুর ইউনিয়নের কয়েকটি এলাকার বোরো ফসলের ক্ষতি হয়।
দুর্গাপুরে বিজিবির ওপর হামলার ঘটনায় পৃথক মামলা
নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির ওপর হামলার ঘটনার তিনদিন পর মামলা হয়েছে। শনিবার (২ এপ্রিল) রাতে বারমারি ক্যাম্পের নায়েক সুবেদার আইনুল হক বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, শুক্রবার রাতে সীমান্ত এলাকায় অভিযানের সময় বিজিবি ওপর হামলা চলায় চোরাকারবারিরা।
নেত্রকোনায় হাজতির মৃত্যু
নেত্রকোনায় জহিরুল ইসলাম (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। জহিরুল ইসলাম জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাউশা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সীমান্তে বিজিবির ওপর হামলা, গুলিতে চোরাকারবারি নিহত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারোমারি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর চোরাকারবারিদের হামলার অভিযোগ উঠেছে। হামলাকালে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন।
ভাবিকে খুনের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চাচাতো ভাইয়ের স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যার অভিযোগে পুলিশের এএসআই ফিরোজ খাঁকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৪। রোববার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম। এর আগে গত শনিবার দুপুরের দিকে পুলিশের এই কর্মকর্তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করার পর রাতে থানায় হস্তান্তর করে র্যাব।
বিজিবি টহল দলের ওপর হামলা, চোরাকারবারি নিহত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী সদর ইউনিয়নের বারমারি-লক্ষীপুর গ্রামে শুক্রবার রাত ৮টার দিকে বিজিবি টহল দলের ওপর হামলা হয়েছে। চোরাকারবারিদের এই হামলায় বিজিবির এক সদস্য আহত হন। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে আমিনুল ইসলাম (২৫) নামে একজন নিহত হন। গুলিবিদ্ধ হন আরেকজন। তার নাম জাইদুল ইসলাম (৩৮)।

দুর্গাপুরে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা
নেত্রকোনার দুর্গাপুরে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়েছে। ‘শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন-বৈকালিক চিকিৎসা সেবার উদ্বোধন’ এই প্রতিপাদ্যে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আরও দেখুনঃ

১ thought on “নেত্রকোনায় গৃহবধূ হত্যা মামলায় পুলিশের এএসআই গ্রেপ্তার | সারা সপ্তাহের খবর”