Site icon নেত্রকোণা জিলাইভ | truth alone triumphs

খড় তুলতে বাড়ির বাইরে বেরিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

খড় তুলতে বাড়ির বাইরে বেরিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের,বৃষ্টির সময় শুকনা খড় তুলতে গিয়ে বজ্রপাতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হাটবারেঙ্গা গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।মো. মোস্তফা ওই গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে। মোস্তফা পেশায় কৃষক ছিলেন।

 

 

খড় তুলতে বাড়ির বাইরে বেরিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

উপজেলা প্রশাসন ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মো. মোস্তফা বোরো ধান কাটার পর খড় বাড়ির সামনে শুকাতে দিয়েছিলেন। এর মধ্যে গতকাল রাত ৮টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে মোস্তফা খড় তোলার জন্য বাড়ির বাইরে যান। এ সময় বজ্রপাত হলে মোস্তফা তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পরিবারে লোকজন তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান বলেন, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির লাশ দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

 

 

আরও পড়ুন:

Exit mobile version