নেত্রকোনার দুর্গাপুরে এক যুবককে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নেত্রকোনায় যুবক হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে নেত্রকোনার জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ইসমাইল, কাজল মিয়া, মজিবর রহমান, আশ্রব আলী, ছামেদুল, শাহজাহান, নজরুল ও নুরুল আমিন।
তাদের সবার বাড়ি দুর্গাপুর উপজেলার বিল কাকড়াকান্দা গ্রামে। আদালত সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুর্গাপুর উপজেলার পশ্চিম নন্দেরছটি গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে রহিতের সঙ্গে আসামিদের দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে আসামিরা ২০১২ সালের ২৫ জানুয়ারি রহিতকে খুন করে। পরে স্থানীয় চিনাকুড়ি বিল থেকে পাটের বস্তাবন্দি অবস্থায় রহিতের লাশ উদ্ধার করে পুলিশ।গুগোল নিউজে আমাদের ফলো করুনপরদিন ২৬ জানুয়ারি নিহতের বাবা মো. আব্দুল মোতালেব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত শেষে ২০১৭ সালের ১৭ জানুয়ারি পুলিশ দণ্ডপ্রাপ্ত আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আট জনের বিরুদ্ধে এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।