নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক করেছে সেনাবাহিনী।  সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মঈলাকান্দা গ্রামের লাল মিয়ার মেয়ে আছিয়া আক্তার (৪৪) ও একই গ্রামের ইমান আলীর ছেলে চান মিয়া(৫০)। নেত্রকোনায় দায়িত্বরত সেনাবাহিনীর এইট ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মাদক কারবারি দুলাল মিয়া ও তার অপর সহযোগী তোতা মিয়াকে আটকের চেষ্টা চলছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জানা গেছে, সেনাসদস্যরা সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামগঞ্জ এলাকার মাদক কারবারি দুলাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। তাদের উপস্থিতি টের পেয়ে দুলাল মিয়া তৎক্ষণাৎ পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার ও দুলালের দুই সহযোগী আছিয়া এবং চান মিয়াকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক দাম ৮ লাখ ৪০ হাজার টাকা।

 

আরও পড়ুন:

Leave a Comment