নেত্রকোণা জেলার যোগাযোগ ব্যবস্থা

আমাদের আজকের আলোচনার বিষয় নেত্রকোণা জেলার যোগাযোগ ব্যবস্থা, নেত্রকোণা জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ।

নেত্রকোণা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

নেত্রকোণা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা। উপজেলার সংখ্যানুসারে নেত্রকোণা বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এখানে রয়েছে পাহাড়ি জলপ্রপাত, চীনা মাটির পাহাড়, নদী, খাল, বিল। নেত্রকোণা জেলা ১০টি উপজেলা, ১১টি থানা, ৫টি পৌরসভা, ৮৬টি ইউনিয়ন, ১৯৬৭টি মৌজা, ২২৯৯টি গ্রাম ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এই জেলার উত্তরে উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা।

 

নেত্রকোণা জেলার যোগাযোগ ব্যবস্থা
কমলা রাণীর দিঘী – নেত্রকোণা জেলা

 

নেত্রকোণা জেলার যোগাযোগ ব্যবস্থা:-

আন্তজেলা যোগাযোগ

নেত্রকোণা থেকে ঢাকা ও ময়মনসিংহ, সরাসরি বাস ও ট্রেন। সিলেট, কিশোরগঞ্জ, মৌলভী বাজার, ফেনী, কুমিল্লা, চট্রগ্রাম, পঞ্জগড়, বগুড়া, টাংগাইল, সিরাজগঞ্জ,  রংপুর, সৈয়দপুর, নীলফামারী, দেবীগঞ্জ, খুলনা, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোহর, নেত্রকোণা জেলা থেকে সরাসরি বাস যোগাযোগ আছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জেলার অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা

জেলার সাথে ঢাকার যোগাযোগ সড়ক পথঃ  প্রায় ১৬২ কিঃমিঃ(নেত্রকোণা-ময়মনসিংহ-৩৯ কিঃমিঃ; ময়মনসিংহ শহর-৩ কিঃ মিঃ এবং ময়মনসিংহ-ঢাকা-১২০ কিঃমিঃ),সড়ক পথে বাসযোগে সরাসরি যাতায়াত চালু আছে।

রেলপথঃ  প্রায় ১৮৩ কিঃ মিঃ, নেত্রকোণা-ময়মনসিংহ লোকাল ট্রেন সার্ভিস এবং নেত্রকোণা থেকে ঢাকা- আন্তঃ নগর ও লোকাল ট্রেন সার্ভিস চালু আছে। আন্তঃ নগর ট্রেন হাওড় এক্সপ্রেস সকাল ৮:৩০ মিনিটে মোহনগঞ্জ উপজেলা থেকে যাত্রা শুরু করে দুপুর ২:৪০ মিনিটে ঢাকা পৌছায় এবং রাত ১১:৫০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে সকাল ৬:১০ টায় মোহনগঞ্জ উপজেলা পৌছায়।

জেলার সাথে উপজেলার (Head Quarter)যোগাযোগ ১. নেত্রকোণা সদরঃ   ১০০ মিটার, ৫ মিনিট

২. বারহাট্টাঃ   ১৬ কিঃমিঃ, সড়ক পথে যাতায়াতের সময়-৪০ মিনিট।

৩. আটপাড়াঃ   ১৯ কিঃমিঃ, সড়ক পথে যাতায়াতের সময়-৪৫ মিনিট।

৪. কেন্দুয়াঃ   ২৭ কিঃমিঃ, সড়ক পথে যাতায়াতের সময়-৪০মিনিট।

৫. মদনঃ   ৩০ কিঃমিঃ, সড়ক পথে যাতায়াতের সময়-১ ঘন্টা।

৬. মোহনগঞ্জঃ    ৩০ কিঃমিঃ, সড়ক পথে যাতায়াতের সময়-১ ঘন্টা।

৭. পূর্বধলাঃ    ২০ কিঃমিঃ, সড়ক পথে যাতায়াতের সময়-১ ঘন্টা।

৮. দুর্গাপুরঃ    ৪৫ কিঃমিঃ, সড়ক পথে যাতায়াতের সময়-২ ঘন্টা।

৯. কলমাকান্দাঃ    ৩৩ কিঃমিঃ, সড়ক পথে যাতায়াতের সময়-২ ঘন্টা।

১০.খালিয়াজুরীঃ   ৫৫.০০ কিঃ মিঃ, বর্ষাকালে ইঞ্জিন চালিত নৌকা ও মোটর গাড়ী/বাস যোগে ৩.০০ ঘন্টা, শুষ্ক মৌসুমে মোটর গাড়ী/বাস ও মোটর সাইকেলযোগে ৩.৩০ ঘন্টা এবং মোটর গাড়ী, ইঞ্জিন চালিত নৌকা ও পদব্রজে ৪.৩০ ঘন্টা।

হেলিপ্যাডঃ   খালিয়াজুরী উপজেলা ব্যতিত সকল উপজেলায় হেলিপ্যাড রয়েছে।

টেলিযোগাযোগ ব্যবস্থাঃ    জেলার সকল উপজেলার সাথে ডিজিটাল টেলিযোগাযোগ ব্যবস্থা চালু আছে।

মোবাইল নেটওয়ার্কঃ   জেলার সকল উপজেলা মোবাইল নেটওয়ার্কের আওতাভুক্ত

ফ্যাক্সঃ   জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কেন্দুয়া /মোহনগঞ্জ/দুর্গাপুর/আটপাড়া/কলমাকান্দা/খালিয়াজুরী-তে ফ্যাক্স রয়েছে এবং অন্যান্য উপজেলায় ফ্যাক্স স্থাপন প্রক্রিয়াধীন আছে।

 

নেত্রকোণা জেলার যোগাযোগ ব্যবস্থা
ডিঙ্গাপোতা হাওর – নেত্রকোণা জেলা

 

আরও পড়ুূনঃ

১ thought on “নেত্রকোণা জেলার যোগাযোগ ব্যবস্থা”

Leave a Comment